চোট পেয়ে ওভাল টেস্টের প্রথম দিনই মাঠ ছাড়েন ক্রিস ওকস। পরীক্ষা নিরীক্ষার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে চলমান টেস্টে আর মাঠে নামতে পারবেন না এই পেসার। তবে ওকস নিজেই জানিয়েছেন- দলের প্রয়োজনে জীবন ঝুঁকি নিয়ে হলেও মাঠে নামতে প্রস্তুত তিনি।
ডান কাঁধে চোট পেয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। এবার অধিনায়কের মতো একই ধরনের চোট পেয়েছেন ক্রিস ওকস। তাই ওভাল টেস্টে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।